পুলিশ সদস্যকে কোপানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়াকে কোপানোর অভিযোগে মো. লিয়ন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় পুলিশ সদস্যকে কোপানোর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।
অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত অফিসার ও ফোর্স নিয়মিত মোটরসাইকেল চেকিং করছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এরপর আহত কনস্টেবল ইজাউল হককে তাৎক্ষণিক হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। এ বিষয়ে পুলিশ হালুয়াঘাট থানায় একটি মামলা করে।
এ ঘটনায় ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গ্রেপ্তার যুবকের বাবা রুহুল আমীন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তবে তার ছেলে লিয়ন মাকদাসক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। সে বিএনপির কেউ নয়। বিএনপি এবং তার পরিবার বারবার লিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করে আসছিল। এখন সে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। তার কঠোর শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনকে তিনি অনুরোধ জানিয়েছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ