এক দশক সেফ কান্ট্রি হওয়ায় উৎপাদন ও রপ্তানি বেড়েছে : বিকেএমইএর নির্বাহী সভাপতি
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে একটা ধাক্কা গেছে। তবু গত দশ বছরে বিশ্বের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকায় আমাদের উৎপাদন ও রপ্তানি বেড়েছে। নিরাপত্তা সংকট না থাকায় পোশাকখাতে বায়াররাও আসছে, আমাদের অর্ডার বেড়েছে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে বিগত বছরের টার্গেট ৭০ ভাগ রপ্তানিতে পৌঁছাতে পারবো।
আজ শনিবার রাতে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, আমাদের এশিয়ায় পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতসহ সকল দেশে করোনা ও রাজনৈতিক সমস্যায় রপ্তানিতে সমস্যায় পড়েছে। কিন্তু গত এক দশক আমাদের দেশ সেফ কান্ট্রি হওয়ায় বায়ররা আসছে। সেজন্য সরকারকে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, পোশাকখাতে রপ্তানির ক্ষেত্রে আংশিক সমস্যা রয়েছে। এ ক্ষেত্রে দুটি সমস্যা রয়েছে তাহলো- গ্যাস সমস্যা ও সরকারের পলিসি না জানা। কেননা গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদনে ব্যবহৃত হয়। তখন বায়ারদের সময়মতো সরবরাহ দিতে না পারলে তারা মুখ ফিরিয়ে নেয়।
এ ছাড়া সরকার বৈদেশিক পলিসির ক্ষেত্রে কখন কী সিদ্ধান্ত নেন তা আমরা জানতে পারলে খুবই ভালো হয়। কিন্তু তা জানতে না পারার কারণে আমরা সমস্যায় পড়ে যায়। এ দুটি বিষয় সরকার আমাদের সহযোগিতা করতে পারলে আমরা উৎপাদনে আরও সক্ষমতা অর্জন করবে।