কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

যাত্রী চাহিদা ও পর্যটনশিল্পের বিকাশে কক্সবাজার রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
বর্তমানে কক্সবাজার রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর রুটে পাঁচটি, সৈয়দপুর রুটে পাঁচটি, সিলেট রুটে দুটি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন দুই হাজার ৫০০ টাকা, কক্সবাজার তিন হাজার ৯০০, সৈয়দপুর দুই হাজার ৭০০, যশোর দুই হাজার ৭০০, সিলেট দুই হাজার ৭০০, বরিশাল দুই হাজার ৭০০, রাজশাহী দুই হাজার ৭০০ ও কলকাতা রুটে (দ্বিমুখী) নয় হাজার ৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।