জাতীয় প্রতিবন্ধী দিবস

কেএসআরএমের হুইল চেয়ার পেলেন ১০ জন

Looks like you've blocked notifications!
কেএসআরএমের হুইল চেয়ার পেলেন ১০ জন প্রতিবন্ধী। ছবি : সংগৃহীত

৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবসে কেএসআরএমের হুইল চেয়ার পেয়েছেন ১০ প্রতিবন্ধী।

গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’ আয়োজিত অনুষ্ঠানে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  হুইল চেয়ার বিতরণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টাঙ্গাইল পৌরসভা মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ড. মোহাম্মদ আলী, কেএসআরএমের জিএম কর্নেল (অব.) আশফাকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, কেএসআরএমের এজিএম মো. নাজমুল করিম, টিএসও দেওয়ান সেলিম ও পারভেজ মামুন প্রমুখ। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার সভাপতি এইচ ইউসুফজাই তনু।