ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এডিবির ১৫০ মিলিয়ন ডলারের ঋণ
কোভিড অতিমারির কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত যুব, বিদেশ ফেরত অভিবাসী শ্রমিক এবং গ্রামীণ উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত কুটির শিল্প ও ক্ষুদ্র এন্টারপ্রাইজে (সিএমএসই) অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
আজ বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানকে এই অর্থ দেওয়া হবে যাতে তারা ৩০ হাজার সিএমএসইকে ঋণ সহায়তা দিতে পারে।
প্রকল্পের মূল লক্ষ্য হেলা কর্মসংস্থান তৈরি ও কোভিডে ক্ষতিগ্রস্ত এন্টারপ্রাইজগুলোকে পুনরুদ্ধারে সহায়তা করা।