‘ওয়ার ২’-এর সমালোচনায় প্রথমবার মুখ খুললেন হৃতিক

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘ওয়ার ২’। যেখানে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে মুখ্য চরিত্রে দেখা যায়। তবে সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে থাকলেও মুক্তির পর সেভাবে দর্শকের মন কাড়তে পারেনি। ২০১৯ সালের সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল এই সিনেমা। যেখানে হৃতিকের বিপরীতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকেও। এই সিনেমাকে ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে থাকলেও, তা পূরণ হয়নি বলা চলে। সিনেমা মুক্তির পরে প্রথমবার মুখ খুললেন হৃতিক।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমার শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত ভাগ করে একটি পোস্ট করেন হৃতিক। অভিনেতা লিখেছেন, ‘কবীর চরিত্রে অভিনয় করাটা ভীষণই আনন্দের অভিজ্ঞতা ছিল। চরিত্রটাকে খুব ভালো করে চিনতে পেরেছি। অবশেষে এমন একটা সিনেমা করতে পারলাম, যা অন্য অনেক সিনেমার মতো। খুব সহজভাবে অভিনয় করতে পেরেছি। অভিনেতার চরিত্রে অভিনয় করো। নিজের সেরাটা দিয়ে কাজ করো এবং বাড়ি ফিরে এসো। ঠিক সেটাই হয়েছিল।’
পরিচালকের প্রশংসা করে হৃতিক লিখেছেন, ‘পরিচালকও আমার খুব ভালো যত্ন নিয়েছিলেন। সেটে তিনি একেবারে অন্যরকম। সবকিছুই খুব নিখুঁত মনে হয়েছে। যেন এমনটাই হওয়ার কথা ছিল। বার বার বুঝিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো চিন্তা নেই। শুধু আমার নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। অবশ্যই আমিও সেটাই চেষ্টা করেছি।’
যদিও বক্স অফিসে সিনেমার আয় নিয়ে কোনো কথা বলেননি হৃতিক। তবে তার পোস্ট বলছে, বিষয়টিকে অত্যন্ত সহজভাবেই নিয়েছেন অভিনেতা। তিনি আরও লিখেছেন, ‘প্রতিটি সিনেমাই যন্ত্রণা, ট্রমা এবং সত্যের জন্য অনুসন্ধান করলে হবে না। আপনারাও শান্ত থাকুন।’