কারিশমার সঙ্গে বিয়ের কথা ছিল অক্ষয়ের, কেন ভেঙে যায় সেই সম্পর্ক?
এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেতা অক্ষয় খান্না। অদিত্য ধরের পরিচালনায় নির্মিত ‘ধুরন্ধর’ সিনেমায় তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সর্বত্র এখন তারই নাম। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জানা গিয়েছিল কেন তিনি এখনও অবিবাহিত। এই চর্চার মাঝেই বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে পুরনো ছবি ছড়িয়ে পড়েছে অক্ষয়ের। কাপুর পরিবারের বড় মেয়ের সঙ্গে বিয়ের হওয়ার কথা ছিল তার?
ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয় খান্না ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে করিশমা কাপুরের বিয়েতে উপস্থিত রয়েছেন। ভিডিওতে, অক্ষয় খান্নাকে কারিশমার হাতে চুম্বন করে দম্পতিকে অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে। যা নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে।
একসময় বলিপাড়ায় গুঞ্জন ছিল—অক্ষয় খান্না ও কারিশমা কাপুর বিয়ের পথে হাঁটছেন। তখন করিশমা ছিলেন তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে। শোনা যায়, অজয় দেবগনের সঙ্গে বিচ্ছেদের পর করিশমা অক্ষযয়ের কাছাকাছি আসেন। যদিও দু’জনের কেউই কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমনকি, অক্ষয়ের বাবা বিনোদ খান্না এবং কারিশমার বাবা রণধীর কাপুর কথাও বলে ফেলেছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কারিশমার মা ববিতা কাপুরই নাকি এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। কারণ, তিনি চাইতেন না ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কারিশমা বিয়ে করুক। তাই সবটাই ভেঙে দেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন সঞ্জয়। সঞ্জয় ও কারিশমার সংসারে রয়েছে ছেলে কিয়ান ও মেয়ে সামাইরা। কিন্তু পারিবারিক অশান্তি ও স্বামীর অনৈতিক আচরণে ২০১৪ সালে সম্পর্কে ইতি টানেন কারিশমা। কারিশমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের প্রেমে পড়েন এ ব্যবসায়ী। ২০১৭ সালে ভালোবেসে প্রিয়ার সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর।
সূত্র: এনডিটিভি

বিনোদন ডেস্ক