দেশে আয়কর দেয় মাত্র ১ শতাংশ মানুষ : এনবিআর চেয়ারম্যান
জাতীয় আয়কর দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এক আলোচনা অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশে মাত্র এক শতাংশ মানুষ কর দিয়ে থাকেন, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন।’ রাষ্ট্র পরিচালনার জন্য সক্ষম সব ব্যক্তির আয়কর দেওয়া নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দেশে আয়কর দিতে সক্ষম ব্যক্তির সংখ্যা প্রায় চার কোটি। আমরা সেই চার কোটিকেই আমাদের সঙ্গে আয়করে সামিল করতে চাই। কিন্তু বর্তমানে আয়করের জন্য রিটার্ন দেয় মাত্র ২২ থেকে ২৩ লাখ মানুষ। সরকার চাচ্ছে যে সবারই অংশগ্রহণ থাকুক।’ আয়কর রিটার্ন প্রদানকারী করদাতার সংখ্যা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।