নতুন এয়ারবাস আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস

ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে চলাচলের জন্য নতুন এয়ারবাস ‘এ ৩৫০-৯০০’ মডেলের উড়োজাহাজ আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর এয়ারলাইনস, বাংলাদেশের জেনারেল ম্যানেজার জর্জ রবার্টসন জানান, বাংলাদেশে তাঁরাই প্রথম এই উড়োজাহাজটি আনছেন, যা দিয়ে ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে সপ্তাহে ঢাকা সিঙ্গাপুর রুটে ১০টি ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এয়ারবাস ‘এ ৩৫০-৯০০ মিডিয়াম হউল (মাঝারি দূরত্ব)’ এ বিজনেস ও ইকোনোমি ক্লাস মিলিয়ে মোট ৩০৩টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে রয়েছে ৪০টি আসন। বিজনেস ক্লাসের আসন বিন্যাস থাকছে ১-২-১ হিসেবে; যেখানে সারি ও আসনের মধ্যে সরাসরি চলাচলের সুবিধা থাকছে। এছাড়াও অভ্যন্তরীণ বিনোদন সুবিধা ও উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। বিজনেস ক্লাসের ভাড়া এক লাখ ২৫ হাজার টাকা থেকে শুরু ও ইকোনোমি ক্লাসের ভাড়া ২৯ হাজার টাকা থেকে শুরু বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশের জেনারেল ম্যানেজার জর্জ রবার্টসন বলেন, ‘সিঙ্গাপুর এখন ব্যবসা, বিনিয়োগ ও পর্যটনের অন্যতম কাঙ্খিত স্থান। প্রতিবছরই বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা বাড়ছে। তাদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সিঙ্গাপুর এয়ারলাইনস প্রতিনিয়ত কাজ করছে।’ এক প্রশ্নের জবাবে জর্জ জানান, ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনার বিষয়টিও তাঁদের বিবেচনায় আছে।