ফের বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ৯০ হাজার

Looks like you've blocked notifications!
স্বর্ণের অলঙ্কার। ছবি : রয়টার্স

দেশে সোনার দাম আবারও বেড়েছে। প্রথমবারের মতো দেশে প্রতি ভরি সোনার দাম ছাড়িয়েছে ৯০ হাজার টাকা। নতুন এই দর আগামীকাল রোববার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে। এদিন থেকে ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বৃদ্ধিমূল্যে বিক্রি হবে সোনা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। 

বাজুস বলছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এজন্য দেশে সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর একই কারণ দেখিয়ে সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ায় তারা। 

দাম বাড়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬১ হাজার ৮৭৮ টাকা।

শনিবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৮ হাজার ৪১৩ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬০ হাজার ৩০৩ টাকায় বিক্রি হয়।