বিশ্বমানের পিপিই বানাচ্ছে ফকির গ্রুপ

করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ পরছেন মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার ও স্যু কভার ইত্যাদি। সমন্বিত এসব উপকরণকে বলা হচ্ছে ‘পিপিই’ (পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট)। আমাদের দেশে পিপিইর ব্যবহার নতুন।
‘পিপিই’ সাধারণ কোনো পোশাক বা ফ্যাশন আইটেম নয়, যে সাধারণ দর্জির দোকানে বানানো যাবে। এগুলো তৈরির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার একটি নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, যা মেনে চলতে হয়। এবং এফডিএ, সিই এবং বাংলাদেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন দরকার হয়। যথাযথ যন্ত্রপাতি ও দক্ষ কর্মী দরকার হয়। এসব ছাড়া এগুলো তৈরি অবৈধ ও বেআইনি কাজও বটে।
ফকির গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সঠিক মানের মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার, স্যু কভার তৈরি করার অনুমোদন আছে শুধু তিনটি প্রতিষ্ঠানের। তার মধ্যে একটি ফকির গ্রুপ। ফকির গ্রুপের আরমার পলিমার লিমিটেড ও ফকির অ্যাপারেলস লিমিটেড যৌথভাবে তৈরি করছে এসব পণ্য।
আরমার হেলথের প্রধান নির্বাহী মশিউর রহমান সৌম্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), এফডিএ, সিই ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঠিক নির্দেশনা মেনে আমরা তৈরি করছি মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার ও স্যু কভার। এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে যে দক্ষ ও প্রশিক্ষিত লোকবল দরকার, তা আছে ফকির গ্রুপের। ফকির গ্রুপের তৈরি করা মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার, স্যু কভার রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। এরই মধ্যে পাঁচ লাখের বেশি পিপিইর বিদেশে চাহিদাপত্র এসেছে। ফকির গ্রুপের তৈরি করা এসব মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার, স্যু কভার দেশের ভেতরে সরবরাহ করছে আরমার হেলথ ও ব্রান্ড পার্টনারিং প্রতিষ্ঠান রিওয়ার্ড ক্লাব (www.rewardclub.xyz)।
আরমার হেলথের প্রধান নির্বাহী জানান, সাধারণত সঠিক মানের একটি সার্জিক্যাল গাউন তৈরি করতে খরচ হয় এক হাজার টাকার মতো। বাজারে এবং অনলাইন শপে অনেকে দুইশ থেকে আড়াইশ টাকায় বিক্রি করছেন গাউন। রেইনকোট বা ব্যাগ তৈরি করার কাপড় দিয়ে গাউন তৈরি করে কম দামে বিক্রি করছেন অনেকে। মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার, স্যু কভার ইত্যাদি বিষয়ে সঠিক ধারণার অভাব থাকার কারণে অনেকে তা কিনছেন এবং পরছেন। টাকার বিনিময়ে পিপিই কিনে নিজের জীবন ও পরিবারের সদস্যদের জীবনে মৃত্যুঝুঁকি বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছেন। তাই এগুলো কেনার আগে যাচাই করে নেওয়া দরকার আপনি সঠিক মানের পিপিই কিনছেন কি না।
মশিউর রহমান সৌম্য বলেন, মানহীন, অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার, স্যু কভার যারা তৈরি বা বিক্রি করছেন, তারা প্রকারান্তরে ভাইরাস কেনাবেচা করার প্রায় সমার্থক কাজটি করছেন।
বাংলাদেশে আরমার হেলথের প্রতিটি পণ্য যাচাই করার জন্য মনিটর করছে ব্রান্ড ও ক্রেতার সুরক্ষা সমাধান www.zachai.xyz।
যাচাইয়ের প্রধান মাহদীব হাদী বলেন, “যাচাই” একটি ট্রেডমার্কড ব্রান্ড, যারা উদ্ভাবনের জন্য ২০১৯ সালে বেসিস ন্যাশন্যাল আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে। ব্র্যান্ড ও ক্রেতাকে মোবাইল, ওয়েবে এবং পুরো সাপ্লাই চেইনে পণ্য ট্র্যাক করতে সাহায্য করে। প্রতিটি পণ্যের উৎপাদন থেকে বিতরণের বিস্তারিত ওয়েবে বা মেসেজে যাচাই করা যাবে।
রিওয়ার্ড ক্লাবের সমন্বয়কারী ফয়েজ রেজা বলেন, আরমার হেলথের মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার ও স্যু কভার বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা, এফডিএ এবং সিডিসি’ বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিপ্তরের সমস্ত গাইডলাইন মেনে তৈরি করা হচ্ছে। তাই আমরা মনে করছি, এসব মাস্ক, সার্জিক্যাল গাউন, নন সার্জিক্যাল গাউন, কভারল, হেড কভার ও স্যু কভার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে, এবং করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমাতে বিশেষ অবদান রাখবে।