রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে : জসিম উদ্দিন
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বলা হচ্ছে বেকারত্ব বেড়েছে। কিন্তু গার্মেন্টস বা কারখানা পরিদর্শনে গেলে দেখা যায় লোক পাওয়া যাচ্ছে না। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আমাদের সমস্যায় ফেলেছে। তবে আগামী বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
আজ শনিবার রাতে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থনীতি সুদৃঢ় হয়েছে। করোনার মধ্যে ও ৬ দশমিকের ওপরে। মাথাপিছু আয়, বৈদেশিক আয় ও রিজার্ভ বেড়েছে। এ জন্য প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তবে করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আমাদের সমস্যায় ফেলেছে। সামনের বাজেট আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে। গত কয়েক বছরে আমাদের প্রাইভেট সেক্টরে হয়তো ইনভেস্টমেন্ট ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী ২২ সালকে নির্মাণসামগ্রীর বছর ঘোষণা করেছেন। সম্প্রতি আমেরিকার একটি প্রতিনিধিরা এসেছেন তারা এখানে বিনিয়োগ করতে যাচ্ছেন।
দেশে একদিকে বলা হচ্ছে বেকারত্ব বেড়েছে কিন্তু গার্মেন্টসগুলোতে গেলে দেখি ওয়ার্কার পাওয়া যাচ্ছে না। তাই স্কিল বাড়াতে হবে। দেশের জনশক্তিকে কাজে লাগাতে হলে তাদের স্কিল তৈরি করতে হবে।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরছেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা।
‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি এখন এনটিভি ও এফবিসিসিআই-এর বার্ষিক ইভেন্টে রূপ নিয়েছে। রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে এক দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি।
এবারের প্রধান ভেন্যু এনটিভির তেজগাঁও স্টুডিওতে এ আয়োজনকে ঘিরে গতকাল শুক্রবার রাত থেকে শুরু হয় প্রস্তুতি। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন সংশ্লিষ্টরা।
বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দিতে মঞ্চে রয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
পুরো আয়োজনটির সঞ্চালনা করছেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম।
অনুষ্ঠানে বিজিএমইএ ও বিকেএমই-এর ব্যবসায়ী ও বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন। এ ছাড়া এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ ও মো. আশফাক উদ্দিন আহমেদ এবং এনটিভির সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এনটিভিতে সরাসরি সম্প্রচার করার পাশাপাশি অনুষ্ঠানটি দেখা যাবে এনটিভি অনলাইনের ওয়েবসাইট (www.ntvbd.com/livetv), ফেসবুক পেজ (www.facebook.com/ntvdigital) ও NTV Live ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/c/NTVDigital)।