সিলেট ও মৌলভীবাজারে রিগ্যালের আউটলেট

ঘর ও অফিস সাজানোর আসবাবসহ নানা পণ্য বিপণনের জন্য সিলেট ও মৌলভীবাজারে রিগ্যাল ইম্পোরিয়ামের দুটি আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের শমসেরনগর রোডে আউটলেট দুটি উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
রিগ্যাল খাট, ওয়্যারড্রব, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, সোফাসেট, সেন্টার টেবিল, পোর্টেবল কিচেন কেবিনেটসহ আরএফএলের প্লাস্টিক পণ্য ও ইলেট্রনিকস হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে। আরএফএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘গুণগত ও মানসম্পন্ন রিগ্যাল ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা এ আউটলেট থেকে কিনতে পারবেন।’ ক্রেতাদের সুবিধার্থে শিগগিরই রিগ্যাল ইম্পোরিয়ামের আউটলেট সারা দেশে চালু করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রিগ্যাল ইম্পোরিয়ামের সেলস ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল ইম্পোরিয়ামের ২৫টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।