বিডিকমে বোনাস লভ্যাংশ ঘোষণা

বিডিকম অনলাইন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে ধানমণ্ডির এএমএম কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় ৫ শতাংশ হারে নগদ ও ৭ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. গোলাম ফারুক আলমগীর, পরিচালকবৃন্দ ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
ওই সভায় ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়। সেইসঙ্গে ৫ শতাংশ হারে নগদ ও ৭ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।