জেসিআই ঢাকা এচিভার্সের চলতি বছরের কার্যক্রম শুরু

গত শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত একটি হোটেলে জিএমএম-এর মাধ্যমে ২০১৭-এর কার্যক্রম শুরু করল জেসিআই। এতে সভাপতিত্ব করেন ক্লাবের লোকাল প্রেসিডেন্ট সাইফুর রাহমান। প্লান অব অ্যাকশন এবং ট্রেজারি রিপোর্টের মাধ্যমে বছরের বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা দেখানো হয়।
অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল জিএলসি ফায়ায আতিকুল ইসলাম, ন্যাশনাল ডিরেক্টর রেবেকা সুলতানা বিন্তী, ন্যাশনাল ট্রেনিং চেয়ার ইরফান হক, ন্যাশনাল প্রোজেক্ট চেয়ার ও ক্লাবটির সদ্য প্রাক্তন সভাপতি ইস্মাত জাহান ও জেসিআই ঢাকা ওয়েস্ট-এর সভাপতি জিয়া উল হক। এ ছাড়া ক্লাবটির অন্য বোর্ড ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
জিএমএমের আগে ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এখানে ব্যক্ত অভিমতের মাধ্যমে সবাই অনুপ্রাণিত করেন ন্যাশনাল ট্রেজারার সুমন হাওলাদার, ন্যাশনাল ট্রেনিং চেয়ার ইরফান হক এবং ন্যাশনাল প্রোজেক্ট চেয়ার ও ক্লাবটির সদ্য প্রাক্তন সভাপতি ইস্মাত জাহান।