নর্দান বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল জয়ন্তী পালন করেছে নর্দান বিশ্ববিদ্যালয় (এনইউবি)। এ উপলক্ষে ৪ জুন এনইউবিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়।
নর্দান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. এ ডব্লিউ এম আবদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. আনোয়ারুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অ.) একতেদার আহমদ সিদ্দিকী ।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘দুই কবি আমাদের ভাষা, জাতীয়তাবোধ ও জাতীয়তাবাদকে সমৃদ্ধ করেছিলেন।’
ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে এক প্রেরণার নাম।’
সভাপতির বক্তব্যে ড. এ ডব্লিউ এম আবদুল হক বলেন, ‘রবীন্দ্র-নজরুল আমাদের জাতীয় জীবনে এক অনন্য সম্পদ। তাঁদের জীবনধারা আমাদের তরুণদের সব সময় উজ্জীবিত করে যাবে।’
অনুষ্ঠানে সূচনা বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের প্রধান ও অনুষ্ঠান আহ্বায়ক অধ্যাপক ড. কাজী শাহদাত কবীর। সার্বিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সাধারণ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আশিক-ই-ইলাহী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাফরুহা ফেরদৌস, ব্যবসায় শিক্ষা বিভাগের সমন্বয়ক বেনজীর রহমান ও সায়মা আকতার। অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেন এনইউবি ইনোভেটরস ক্লাবের সদস্যরা।