রাজস্বের তিন আইনের অথেনটিক ইংরেজি টেক্সটের গেজেট প্রকাশ
মূল্য সংযোজন কর আইন-২০১২, কাস্টমস আইন-২০২৩ এবং আয়কর আইন-২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর ইংরেজি সংস্করণ সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এনবিআরের জনসংযোগ কমকতা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে আল আমিন শেখ জানান, দেশি ও বিদেশি বিনিয়োগকারী, পেশাদার প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা দীর্ঘদিন এই আইন তিনটির অধীন প্রনীত বিধিমালাগুলো অথেনটিক ইংরেজি টেক্সট না থাকায় নানা সমস্যার সন্মুখীন হচ্ছিলেন। বিদেশি বিনিয়োগকারীদেরকে রাজস্ব সংক্রান্ত বাংলাদেশের বিদ্যমান আইনের বিধিবিধান বিচার-বিশ্লেষণ ও তা যথাযথভাবে অনুধাবন করে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বিধায় রাজস্ব সংক্রান্ত সকল আইনের অথেনটিক ইংরেজি টেক্সট তাঁদের জন্য অত্যাবশ্যক।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ ও কাস্টমস আইন, ১৯৬৯ বাতিল করে আয়কর আইন, ২০২৩ এবং কাস্টমস আইন, ২০২৩ প্রণয়নের পর থেকেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা রাজস্ব বিষয়ক মৌলিক আইন তিনটির অথেনটিক ইংরেজি টেক্সট প্রকাশের জোর দাবি জানিয়ে আসছিলেন।
এনবিআরে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে অবশেষে আইন তিনটির ইংরেজি ভার্সন চূড়ান্ত করে তা পৃথক কমিটি দ্বারা কয়েক দফা রিভিউ করে চূড়ান্ত অনুমোদনের পর লেজিসলেটিভ বিভাগের ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয়। লেজিসলেটিভ বিভাগ যথেষ্ঠ সময় নিয়ে অত্যন্ত পেশাদারত্বের সাথে আইন তিনটির ইংরেজি ভার্সনে প্রয়োজনীয় সুপারিশ করে ভেটিং চূড়ান্ত করে প্রকাশের জন্য বিজি প্রেসে প্রেরণ করলে আইন তিনটি বিজি প্রেস হতে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে।
আয়কর আইন, ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট গত ১৬ অক্টোবর এসআরও নং-৪০৪-আইন/২০২৫ এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে আয়কর আইন-২০২৩ আকারে প্রকাশ করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অথেনটিক ইংরেজি টেক্সট গত ১৩ নভেম্বর এসআরও নং-৪৪০-আইন/২০২৫/৩২৬-মূসক মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আকারে প্রকাশ করা হয়েছে। কাস্টমস আইন, ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট গত ১৩ নভেম্বর এসআরও নং-৪৪১-আইন/২০২৫ এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে কাস্টমস আইন-২০২৩ আকারে প্রকাশ করা হয়েছে।
এছাড়া গত ১০ নভেম্বর এসআরও নং-৪৩৯-আইন (অনুবাদ)/২০২৫ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ আকারে প্রকাশ করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান যথাযথভাবে জানবেন বিধায় রাজস্ব সংক্রান্ত আইনের প্রতি করদাতাগণের আস্থা বৃদ্ধি পাবে। অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে।
আইন তিনটির ইংরেজি ভার্সন প্রণয়নে আয়কর ও কাস্টমস ক্যাডারে কর্মরত মেধাবী কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা শতভাগ পেশাদারত্বের সাথে যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য এনবিআর সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এ কাজে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতি এনবিআর ঋণস্বীকার করছে।

নিজস্ব প্রতিবেদক