প্রাণ আপ
ভালোবাসার কথা বলার প্রতিযোগিতা

প্রাণ আপের ফেসবুক পেজে ‘প্রাণ খুলে ভালোবাসার কথা বলো’ প্রতিযোগিতা শুরু হয়েছে ৪ ফেব্রুয়ারি। এ প্রতিযোগিতায় যে কেউ তাঁর ভালোবাসার মানুষটিকে না বলা কথা লিখে পাঠাতে পারেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫০ জন ভাগ্যবান বিজয়ী পাবেন র্যাফল ড্র এবং গ্র্যান্ড ডিনার প্রোগ্রামের আমন্ত্রণ। আগত বিজয়ীর মধ্য থেকে তিনজন বিজয়ী নির্বাচিত হবেন র্যাফল ড্রর মাধ্যমে। বিজয়ীরা সিলেট ট্যুর প্যাকেজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ভালোবাসার মানুষটির সঙ্গে তিন দিন দুই রাত নেপাল, কক্সবাজারে যেতে পারবেন।
এ ছাড়া বিজয়ী তিন দম্পতি জাগো এফএমে অতিথি হয়ে আসতে পারবেন। প্রাণ আপ লাভ স্টোরি প্রোগ্রামে এসে তাঁরা সরাসরি তাঁদের ভালোবাসার গল্প শোনানোর সুযোগ পাবেন।
এরই মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি ভ্যালেন্টাইন ভিডিও প্রাণ আপের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি দুই মিলিয়ন বার দেখা হয়েছে।
আর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রাণ আপের ফেসবুক পেজের (www.facebook.com/pranupdrink) ভ্যালেন্টাইন ভিডিওর নিচে কমেন্টে জানাতে হবে ভালোবাসার মানুষকে মনের কথা।
এ প্রতিযোগিতা চলবে ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত। প্রতিযোগিতার নিউজ পার্টনার জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, এফএম পার্টনার জাগো এফএম ৯৪.৪ এবং এয়ারলাইন পার্টনার হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।