নেসলে বলছে, ম্যাগি নুডলস সম্পূর্ণ নিরাপদ
ব্যাপক পরীক্ষায় ম্যাগি নুডলস খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে। এ কথা জানানো হয়েছে নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে বাজার থেকে ম্যাগি নুডলসের নমুনা সংগ্রহ করেছিল। সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিএসটিআইয়ের এই নমুনা পরীক্ষায় ম্যাগি নুডলস খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে।
নেসলে বাংলাদেশের উৎপাদিত ম্যাগি নুডলস দেশীয় (বিএসটিআই) ও আন্তর্জাতিকভাবে (কডেক্স) স্বীকৃত খাদ্য মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
ম্যাগি নুডলস বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত নেসলে বাংলাদেশের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়।
নেসলে পণ্যের মান ও খাদ্যনিরাপত্তার বিষয়টিকে সবার ওপরে অগ্রাধিকার দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি কঠোর খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে থাকে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নেসলে বলছে, ‘Good food, good life’ এই প্রতিজ্ঞায় তারা সর্বদা সর্বত্রই সংকল্পবদ্ধ।