বাজার থেকে ম্যাগি সরিয়ে নিল নেসলে
পাঁচটি রাজ্যে নিষিদ্ধ হওয়ার পর এবার ভারতের বাজার থেকেই ম্যাগি নুডলস সরিয়ে ফেলেছে পণ্যটির মাতৃপ্রতিষ্ঠান নেসলে ইন্ডিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনডিটিভির খবরে বলা হয়, ম্যাগি নুডলসে স্বাদবর্ধক মনো-সোডিয়াম গ্লুটামেটের (এমএসজি) ক্ষতিকর উপস্থিতির খবরে ভারতজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। কাল রাতে নেসলের এ ঘোষণার মধ্য দিয়ে এ বিতর্কের আপাতত নিরসন হলো। যদিও নেসলে বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো বাজারে ফিরবে পণ্যটি।
নেসলের বিবৃতিতে বলা হয়, ‘ভোক্তাদের আস্থা অর্জন এবং পণ্যের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার। দুর্ভাগ্যবশত পণ্যটি নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি এবং অজানা উদ্বেগ ভোক্তাদের জন্য দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি করেছে। এমন বাস্তবতায় নিরাপদ হওয়া সত্ত্বেও আমরা পণ্যটি বাজার থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা প্রতিজ্ঞা করছি, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্বস্ত ম্যাগি নুডলস বাজারে আসবে। ম্যাগি নুডলস সম্পূর্ণ নিরাপদ এবং ভারতে ৩০ বছরের বেশি সময় ধরে এটি বিশ্বস্ত।’
ম্যাগি নুডলসে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থের উপস্থিতি আছে অভিযোগ করে গত বুধবার ১৫ দিনের জন্য এটিকে নিষিদ্ধ করে দিল্লি। এর পর এ তালিকায় যুক্ত হয় চার রাজ্য উত্তরাখন্ড, গুজরাট, জম্মু ও কাশ্মীর এবং তামিলনাড়ু।
ওই চারটি রাজ্য ম্যাগি নুডলসকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। পরীক্ষাগারে পণ্যটিতে সিসাজাতীয় উপাদানের আধিক্য আছে বলে অভিযোগ এনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।