বিশ্বের এক শতাংশ ধনকুবেরের আয় এক দশকে বেড়েছে ৪০ ট্রিলিয়ন

বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশ তাদের ভাগ্য গত এক দশকে মোট ৪২ ট্রিলিয়ন বাড়িয়েছে। অতি ধনী ব্যক্তিদের ওপর করারোপ করার প্রধান আলোচ্যসূচি নিয়ে ব্রাজিলে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে অক্সফাম বৃহস্পতিবার (২৫ জুলাই) একথা বলেছে। এই বিপর্যয়কর বৈষম্য সত্ত্বেও, ধনীদের ওপর কর ‘ইতিহাসের সবচেয়ে নিম্ন’ পর্যায়ে নেমে গেছে উল্লেখ করে এই এনজিওটি বাকি বিশ্বের সঙ্গে ‘চরম মাত্রার’ বৈষম্যের পরিণতির ব্যাপারে সতর্ক করেছে।...