শীতকালীন ভারি বৃষ্টিতে গাজাবাসীর অবর্ণনীয় কষ্ট
গাজা শহরে একটি অস্থায়ী আশ্রয় শিবিরে এই মৌসুমের প্রথম বড় ধরনের বৃষ্টিপাতের পর তাঁবুর সামনে জমা হয়ে পড়া পানি সরাচ্ছিলেন খালি পায়ে থাকা নিভেন আবু জ্রেইনা। বৃষ্টির পানিতে ভেজা হিজাবটি মুখের সঙ্গে লেপ্টে থাকা অবস্থায় এই ফিলিস্তিনি নারী বলেন, ‘বৃষ্টির কারণে তাঁবু ও আশপাশের এলাকাগুলোর জমা হওয়া পানি সরানোর জন্য সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। এখানকার দৃশ্যই বলে দিচ্ছে সব কথা। বৃষ্টির পানিতে আমাদের...
সর্বাধিক ক্লিক
