ধ্বংসস্তূপে পরিণত গাজা, যা দেখলেন বিবিসির সাংবাদিক
গাজা সিটির উপকণ্ঠে উঁচু বাঁধের ওপর থেকে তাকালে বোঝা যায়, যুদ্ধ এই ভূখণ্ডকে কীভাবে সম্পূর্ণ ধ্বংস করেছে। মানচিত্রে যে গাজা ছিল, মানুষের স্মৃতিতে যে শহর ছিল — এখন তা কেবল ধ্বংসস্তূপের একরঙা প্রান্তর। বেইত হনুন থেকে গাজা সিটি পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে ভাঙাচোরা কংক্রিটের সাগর ছাড়া আর কিছুই নেই।যুদ্ধের প্রথম দিকে এই অঞ্চলটি ছিল ইসরায়েলি স্থলবাহিনীর প্রবেশের অন্যতম স্থান। এরপর হামাসের পুনর্গঠনের...
সর্বাধিক ক্লিক
