ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ শনিবার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। খবর সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপির।পুলিশ এক বিবৃতিতে জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে ৩০ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে।