যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিচারবহির্ভূত হত্যার’ অভিযোগ তুলল ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার একটি স্পিডবোটে মার্কিন বাহিনীর হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১১ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এই অভিযোগ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে ক্যাবেলো বলেন, ‘তারা বিচারিক প্রক্রিয়া ছাড়া ১১ জনকে হত্যা করেছে। আমি প্রশ্ন করি, এটি কি করা যায়?’
অন্যদিকে, ওয়াশিংটন দাবি করেছে যে নৌকাটি ‘ট্রেন দে আরাগুয়া’ নামে একটি অপরাধী চক্রের ছিল। এটি ভেনেজুয়েলা থেকে মাদক পরিবহণ করছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
এই ঘটনায় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এনটিভি অনলাইন ডেস্ক