উড়ছে না ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি, ভারতে আটকা ১৯ দিন

কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ১৯ দিন পরও ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমানটি মাটিতে পড়ে আছে। বারবার চেষ্টা করেও মেরামত সম্ভব না হওয়ায় যুক্তরাজ্য এখন বিমানটিকে একটি সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে করে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। যা এই ধরনের একটি যুদ্ধবিমানের জন্য খুবই বিরল ঘটনা। খবর এনডিটিভির। লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের এফ-৩৫বি...