ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫
ভারতের মহারাষ্ট্রের বারামতিতে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় এনসিপি নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় তাকে বহনকারী চার্টার্ড উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর ইন্ডিয়া টুডের।
দুর্ঘটনায় উড়োজাহাজের দুই পাইলট এবং অজিত পাওয়ারের দুই নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আগুন ও ঘন ধোঁয়া উড়ছে।
অজিত পাওয়ার একটি বেসরকারি চার্টার্ড উড়োজাহাজে ভ্রমণ করছিলেন, যেখানে আরও চারজন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি ছিল মুম্বাই থেকে ভাড়া করা একটি লিয়ারজেট ৪৫।
জানা গেছে, অজিত পাওয়ার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের আগে চারটি জনসভায় বক্তব্য দিতে যাচ্ছিলেন। সেই উদ্দেশ্যেই মুম্বাই থেকে চার্টার্ড উড়োজাহাজটি রওনা হয়।
দুর্ঘটনার পর উড়োজাহাজটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। দৃশ্যে দেখা গেছে, উড়োজাহাজটি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত অজিত পাওয়ারের দপ্তর বা সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। নিহত ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক