রুশ-জার্মানদের সমর্থন পাচ্ছে কট্টর ডানপন্থি এএফডি

রাশিয়ায় জন্মগ্রহণকারী জার্মান এবং তাদের বংশধররা অতি-ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানি-এএফডির সবচেয়ে জোরালো সমর্থকদের মধ্যে অন্যতম৷ অভিবাসন-বিরোধী এই দল কেন তাদের কাছে আকর্ষণীয়?জার্মানির অতি-ডানপন্থি এএফডি এখন জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগে সবচেয়ে বড় বিরোধী দল৷ দলটির সমর্থন ক্রমাগত বাড়ছে৷ কিছু জরিপে দেখা গেছে, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের রক্ষণশীল খ্রিস্টীয় ডেমোক্র্যাটস (সিডিইউ) এবং...