যুক্তরাষ্ট্র বিপদে পড়লে এগিয়ে আসবে ইউরোপ : ন্যাটো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, প্রয়োজন পড়লে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের সাহায্যে এগিয়ে আসবে না।
এর জবাবে আজ বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটো মিত্ররা যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে। খবর এএফপির।
ন্যাটো মহাসচিব বলেন, তিনি (ট্রাম্প) গত রাতে সংবাদ সম্মেলনে সন্দেহ প্রকাশ করেছেন, ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রকে উদ্ধারে এগিয়ে আসবে কি না। আমি তাকে বলতে চাই—হ্যাঁ, তারা অবশ্যই আসবে।
তিনি আরও মনে করিয়ে দেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার (যা নাইন/ইলেভেন নামেও পরিচিত) পর ন্যাটোর ইতিহাসে প্রথমবারের মতো ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করা হয়েছিল যুক্তরাষ্ট্রের জন্য। তখন ইউরোপীয় মিত্ররা তাদের অঙ্গীকার রক্ষা করে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়।
মার্ক রুট বলেন, যুক্তরাষ্ট্র যেমন আমাদের রক্ষায় এগিয়ে আসবে, আমরাও যুক্তরাষ্ট্রকে রক্ষায় এগিয়ে যাব। আমাদের যৌথ নিরাপত্তার স্বার্থেই একে অপরের ওপর নির্ভর করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক তথা ইউরোপের সঙ্গে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েন সৃষ্টি হয়।

এনটিভি অনলাইন ডেস্ক