জম্মু-কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ১০ সেনা সদস্য নিহত, আহত ১০
ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত ১০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি বুলেটপ্রুফ সেনা যান অভিযান পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার সময় ভাদেরওয়াহ-চাম্বা সড়কের খান্নি টপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। খবর এনডিটিভির।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, ডোডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন বীর সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাদের অসামান্য সেবা ও আত্মত্যাগ আমরা চিরদিন স্মরণ করব। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।
মনোজ সিনহা আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে গোটা দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে। আহত ১০ জন সেনাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ডোডা এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক