ভেনেজুয়েলা-গ্রিনল্যান্ডের পাশাপাশি কানাডাও কি ট্রাম্পের নজরে!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে গ্রিনল্যান্ড দখলের ইস্যুতে আগুনে ঘি ঢালতে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত দুটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে। এ নিয়ে ইউরোপীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। খবর সিএনএনের।
একটি ছবিতে দেখা যায়, ওভাল অফিসে ট্রাম্প ইউরোপের দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশেই দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত মার্কিন পতাকায় আবৃত পশ্চিম গোলার্ধের একটি মানচিত্র। মার্কিন পতাকাটি যুক্তরাষ্ট্র, কানাডা, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের ওপর বিস্তৃত।
আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ছবিতে দেখা যায়, ট্রাম্প একটি তুষারাবৃত, পাহাড়ি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করছেন এবং পাশেই একটি ব্যানারে লেখা ‘গ্রিনল্যান্ড ইউএস টেরিটরি, স্থাপিত ২০২৬’ লেখা আছে। তার পেছনে দাঁড়িয়ে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এনটিভি অনলাইন ডেস্ক