‘বোর্ড অব পিস’ চালু করলেন ট্রাম্প, সদস্য হতে লাগবে ১০০ কোটি ডলার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ চালু করেছেন। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত এই সংস্থার স্থায়ী সদস্য হতে হলে দিতে হবে ১০০ কোটি ডলার (১ বিলিয়ন ডলার)।
মূলত গাজা পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে এই বোর্ডের ধারণা প্রথম উত্থাপন করা হয়েছিল। তবে বোর্ডের খসড়া সনদে এর কার্যক্রম শুধু ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে—এমন কোনো স্পষ্ট উল্লেখ নেই। খবর আল জাজিরার।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) জানিয়েছেন, প্রায় ৫০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৫ জন বিশ্বনেতা ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মতি দিয়েছেন।
সম্মত দেশগুলোর মধ্যে রয়েছে—ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিসর। এছাড়া ন্যাটোর সদস্য তুরস্ক ও হাঙ্গেরিও এতে যোগ দিতে রাজি হয়েছে। এই দুই দেশের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে জানা যায়।
এছাড়াও মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কসোভো, উজবেকিস্তান, কাজাখস্তান, প্যারাগুয়ে ও ভিয়েতনাম এই বোর্ডে অংশ নিতে সম্মতি জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক