সুইজারল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪০, আহত ১১৫
নিউ ইয়ারের রাতে সুইজারল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১৫ জন।
দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ‘লে কনস্টেলেশন’ বারে আগুন লাগে। ঘটনাস্থলে থাকা এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, ওই সময় বারে মূলত তরুণ বয়সী উৎসবপ্রেমী মানুষের ভিড় ছিল।
এ ঘটনায় আহতদের মধ্যে ৬০ জনকে সিয়ন হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তির অবস্থা গুরুতর।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এক বিবৃতিতে বলেন, এটি আমাদের দেশের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি।
ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শী ধারণা করছেন, শ্যাম্পেন বোতলের ওপর রাখা জন্মদিনের মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির অ্যাটর্নি জেনারেল বলেন, এখনই আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
একজন বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, আমি জানালা ভেঙে বের হতে পেরেছিলাম। তখন সবকিছুই ছিল অস্বাভাবিক ও ভীতিকর।
ঘটনার তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক