ইউক্রেনের ডনবাস থেকে সেনা প্রত্যাহারের দাবিতে অনড় ক্রেমলিন, ত্রিপক্ষীয় বৈঠক আজ
দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত অবসানের লক্ষ্যে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় শান্তি বৈঠক। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। খবর বার্তা সংস্থা এএফপির।
তবে বৈঠকের প্রাক্কালে মস্কো আবারও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। ক্রেমলিন স্পষ্টভাবে জানিয়েছে, ইউক্রেনের ডনবাস অঞ্চল থেকে কিয়েভকে অবশ্যই তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এটিই যেকোনো শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে ডনবাসের সীমানা ছাড়তে হবে। রাশিয়া তার এই ‘ম্যাক্সিমালিস্ট’ বা সর্বোচ্চ দাবি থেকে এক চুলও সরবে না। ডনবাস সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা ফলপ্রসূ হওয়া অসম্ভব।
রাশিয়ার এই অবস্থানকে আবুধাবি বৈঠকের আগে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর আবুধাবির এই বৈঠককে একটি ‘উৎসাহব্যঞ্জক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেন শান্তি চায় তবে তা অবশ্যই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে হতে হবে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক করেছেন। মস্কো থেকে তারা সরাসরি আবুধাবিতে এসে আজকের এই ত্রিপক্ষীয় সামরিক পর্যায়ের ওয়ার্কিং গ্রুপে যোগ দেবেন।
ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিল। তবে আবুধাবির এই বৈঠককে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও ডনবাসের নিয়ন্ত্রণ ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইউক্রেনের পক্ষ থেকে ডনবাসে একটি ‘নিরস্ত্রীকৃত মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়ার প্রস্তাব দেওয়া হলেও মস্কো তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক