রমজান ঘিরে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের প্রস্তুতি
আসন্ন ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের (হারামাইন) সার্বিক প্রস্তুতি ও ধর্মীয় পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মক্কায় প্রেসিডেন্সি ভবনে শায়খ অধ্যাপক ড. আব্দুর রহমান আল-সুদাইসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই উন্নয়নমূলক ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
বৈঠকে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিবদের উপস্থিতিতে জানানো হয়, এবারের রমজানে দুই হারামের ধর্মীয় বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে নতুন ও আধুনিক কৌশল অবলম্বন করা হবে। ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা আরও উন্নত করার পাশাপাশি ধর্মীয় দিকনির্দেশনা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার করে বহু ভাষায় যাচাইকৃত ইসলামি কনটেন্ট সরবরাহ করা হবে, যাতে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ উপকৃত হতে পারেন।
গৃহীত পরিকল্পনাগুলো হলো–ওমরাহ যাত্রীদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার কার্যক্রম আরও সক্রিয় করা হবে, বৈজ্ঞানিক ও দ্বীনি দারস নিয়মিত আয়োজনের পাশাপাশি কোরআন শিক্ষার হালাকাহ ও বক্তব্য প্রদানের বিশেষ প্রশিক্ষণ চালু থাকবে, ইমাম ও খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছে এবং রমজানের পুরো সময় জুড়ে পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা হবে যাতে হাজিদের যাতায়াত ও ইবাদত নির্বিঘ্ন হয়।
এদিকে, পৃথক এক সমন্বয় বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশালকে এই বৃহৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। শায়খ সুদাইসের নেতৃত্বে গ্র্যান্ড মসজিদের ইমামদের একটি প্রতিনিধি দল তাকে এই ব্রিফিং প্রদান করেন। উপ-গভর্নর হাজিদের সুবিধার্থে গৃহীত এই সমন্বিত পদক্ষেপের প্রশংসা করেন।

কামাল পারভেজ অভি, মক্কা