রমজানে মসজিদের বাইরে নামাজে লাউডস্পিকার ব্যবহারে সৌদির নিষেধাজ্ঞা
আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে নামাজে লাউডস্পিকার ব্যবহারে পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদের বাইরের লাউডস্পিকার শুধুমাত্র আজান ও ইকামতের সময় ব্যবহার করা যাবে। নামাজ চলাকালীন বাইরের স্পিকার বন্ধ রাখতে হবে। পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষে প্রকাশিত একগুচ্ছ নির্দেশনাসংবলিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সঠিক সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে এশার নামাজের সময় এবং প্রতি ওয়াক্তের আজান ও ইকামতের মধ্যবর্তী নির্ধারিত সময়ের ব্যবধান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ইফতার মাহফিলের বিষয়ে নির্দেশনায় বলা হয়, মসজিদের ভেতরে নয় বরং আঙিনার নির্ধারিত স্থানে ইফতারের আয়োজন করতে হবে। এছাড়া মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে আশপাশের মানুষের অসুবিধা না করে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

কামাল পারভেজ অভি, মক্কা