এবার মসজিদুল হারামে তারাবি নামাজ পড়াবেন যারা
আসন্ন রমজান উপলক্ষে মুসলমানদের কিবলা পবিত্র মসজিদুল হারামে তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় হারামাইন শরিফাইনের সাধারণ পরিষদের প্রধান (প্রেসিডেন্ট) শেখ আব্দুর রহমান আস-সুদাইসসহ আরও ছয়জন রয়েছেন।
গত বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইনসাইড দ্য হারামাইনের’ ভেরিফায়েড পেইজে ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) জন্য এই তালিকাটি প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় প্রধান ইমাম হিসেবে থাকছেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস। তার সঙ্গে তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করবেন বিশ্বখ্যাত ক্বারী শেখ মাহের আল মুয়াইক্লি ও শেখ আবদুল্লাহ জুহানি।
এ ছাড়াও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছেন শেখ বান্দার বালিলাহ ও শেখ ইয়াসির আদ-দাওসারি। রমজানের বিশেষ ইবাদত ও রাতের নামাজগুলো পরিচালনার জন্য তালিকায় আরও নাম রয়েছে শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসানের।
পবিত্র রমজান মাসে কাবা শরিফে আসা লাখো মুসল্লির জন্য এই ইমামদের সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত ও নামাজের ইমামতি বিশেষ আধ্যাত্মিক আবহ সৃষ্টি করবে।

এনটিভি অনলাইন ডেস্ক