পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
বঙ্গোপসাগরে মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশাখাপত্তনমের উপকূলে ‘কে-৪’ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়, কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এর মধ্য দিয়ে স্থল, আকাশ ও সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর তালিকায় ঠাঁই করে নিল দেশটি।
ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র থেকে উদ্ভূত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য কৌশলগত অস্ত্র। ক্ষেপণাস্ত্রটির স্থল সংস্করণটি সমুদ্রে উৎক্ষেপণের জন্য পরিবর্তিত করা হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি ২ দশমিক ৫ টন পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য তৈরি করা হয়েছে এবং এটি ভারতের অরিহন্ত-শ্রেণির সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য। অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের নৌ-সংস্করণ হিসেবে তৈরি এই কে-৪ মিসাইলটি অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এটি সাবমেরিনের সিলো থেকে বেরিয়ে সমুদ্রের উপরিভাগে বুদবুদ তৈরি করে ভেসে ওঠে এবং মুহূর্তের মধ্যে রকেট মোটর সক্রিয় করে আকাশে গর্জে ওঠে। এটি ভারতের ‘নিউক্লিয়ার ট্রায়াড’-এর সবচেয়ে শক্তিশালী ও গুপ্ত অংশ।

এনটিভি অনলাইন ডেস্ক