বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকার হাইকমিশন এবং বাইরের অন্যান্য মিশনগুলো খোলা এবং কার্যকর থাকবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ বাকি। এর আগেই নয়াদিল্লির এমন সিদ্ধান্ত এলো।
সরকারি কর্মকর্তাদের বরাতে পিটিআই জানায়, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে হাইকমিশন ও বিভিন্ন পোস্টে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক