মোদিকে ‘ভালো মানুষ’ বলে ভারতের ওপর আরও শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৪ জানুয়ারি) ভারতের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ বা কমাতে সহায়তা না করলে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রুশ তেলের বিষয়টি নিয়ে তারা সহযোগিতা না করলে আমরা ভারতের ওপর দ্রুত শুল্ক বাড়াতে পারি।
তবে একই সঙ্গে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন। ট্রাম্প বলেন, মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই, তাই আমাকে খুশি করাই ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ। খবর এনডিটিভির।
ট্রাম্পের দাবি, সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তিনি বলেন, ওরা আমাকে খুশি করতে চেয়েছে।
কেন এই হুঁশিয়ারি
ওয়াশিংটনে ভারতের রুশ তেল আমদানি নিয়ে চাপ বাড়ছে। যদিও ভারত বরাবরই বলে আসছে, জ্বালানি নিরাপত্তার স্বার্থে তারা বিভিন্ন উৎস থেকে তেল কিনতে বাধ্য। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ মেটাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে ফোনালাপ হয়, যেখানে দুই নেতা শুল্ক-সংক্রান্ত উত্তেজনার মধ্যেও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তবে চলতি বছরই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় আলোচনা ব্যাহত হয়।
সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসও ট্রাম্পের মোদি-প্রশংসা উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়। সেখানে ট্রাম্প লেখেন, ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি। এটি অসাধারণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। মোদির মধ্যে আমরা একজন দারুণ বন্ধুকে পেয়েছি।
তেলের রাজনীতি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে আবারও তেলের বিষয়টি সামনে এসেছে। ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুত ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি, যা বিশ্বের মোট তেল মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে মার্কিন নিষেধাজ্ঞা ও বিনিয়োগ ঘাটতির কারণে দেশটির উৎপাদন নেমে এসেছে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেলে।

এনটিভি অনলাইন ডেস্ক