এবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভের পর এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন অভিমুখে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কয়েকশ বিক্ষোভকারী গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে উপ-হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেন। ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত এই ‘হিন্দু হুঙ্কার পদযাত্রা’ শিয়ালদহ থেকে শুরু হয়ে উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হলে বেকবাগান এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত সপ্তাহে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিগুলো পালন করা হয়।
বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে উপ-হাইকমিশন চত্বরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ‘হিন্দু হিন্দু ভাই ভাই’, ‘বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা চাই’ এবং ময়মনসিংহের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল স্লোগান দেন। পুলিশের বাধার মুখে তারা বেকবাগান মোড়েই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এদিন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নৃশংসতা ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে শত শত কর্মী-সমর্থক সেখানে জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ ও ধস্তাধস্তি হয়। এ সময় তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে দিপু হত্যার বিচার ও বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি জানান।
উল্লেখ্য, এর আগে গত সোমবারও (২২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ও কংগ্রেস পৃথকভাবে উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারী সংগঠনগুলো। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকেও আজ ঢাকায় তলব করে মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এনটিভি অনলাইন ডেস্ক