নিজেদের ভারতের ‘সবচেয়ে বড় পলাতক‘ বললেন ললিত মোদি-বিজয় মালিয়া
ভারতের আইনি ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ‘দেশের সবচেয়ে বড় পলাতক‘ বলে উপহাস করেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি ও বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়া।
গত সোমবার (২২ ডিসেম্বর) বিজয় মালিয়ার জন্মদিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ললিত মোদি এই মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে ললিত মোদিকে বলতে শোনা যায়, ‘আমরা দুজনেই পলাতক, ভারতের সবচেয়ে বড় দুই পলাতক।‘ ভিডিওর ক্যাপশনে তিনি কিছুটা চ্যালেঞ্জের সুরেই লেখেন, ‘ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় তোলার মতো কিছু একটা করি। তোমাদের জন্য কিছু একটা। হিংসায় জ্বলে মরো তোমরা।‘
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ভারত সরকারকে নিয়ে কী অদ্ভূত তামাশাই না করছেন তারা!‘ আবার কেউ ভারতের আইনি ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘ভারতীয় আইনের জন্য এটি লজ্জাজনক যে তারা এ ধরনের ভিডিও বানানোর সাহস পাচ্ছে।‘
উল্লেখ্য, ললিত মোদি ২০১০ সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ মাথায় নিয়ে ভারত ছাড়েন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাবি অনুযায়ী, ২০০৯ সালে আইপিএলের সম্প্রচার স্বত্ব বণ্টনে তিনি প্রায় ১২৫ কোটি টাকার অনিয়ম করেছিলেন। অন্যদিকে, কিংফিশার এয়ারলাইন্সের হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন বিজয় মালিয়া। ২০১৯ সালে ভারতের একটি বিশেষ আদালত তাকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী‘ হিসেবে ঘোষণা করে। বর্তমানে তারা দুজনেই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক