ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত অন্তত ২১

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নুসিরাত শরণার্থী শিবির ও গাজা নগরীর কাছে দুটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান এ হামলা চালায়। খবর এএফপির।মাহমুদ বাসাল এএফপিকে বলেন, নুসিরাতের কাছে...