মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের জন্তেকোমাটলান শহরে বড় দিনের উৎসব চলার সময় এ বাস দুর্ঘটনা ঘটে। বাসটি এ সময় রাজধানীর মেক্সিকো সিটি থেকে চিকনটেপেক গ্রামের দিকে যাচ্ছিল। জন্তিকমাটলান শহরের মেয়রের অফিস...