ইউআইইউতে আইইইই কংগ্রেস-২০১৫ শনিবার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আগামী শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত হবে আইইইই বাংলাদেশ সেকশন স্টুডেন্ট, ইয়ং প্রফেশনালস ও উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কংগ্রেস-২০১৫। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্ট ব্রাঞ্চ এর আয়োজন করবে। এ অনুষ্ঠানে দেশের প্রায় ২০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তরুণ প্রকৌশলীরা অংশ নেবেন।
দিনব্যাপী এই কংগ্রেসে র্যালি, একাধিক টেকনিক্যাল ও প্রফেশনাল সেমিনার, ইন্টারঅ্যাকটিভ সেশন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে।
কংগ্রেসে ইউআইইউ প্রফেসর ও ভাইস চ্যান্সেলর ড. এম রেজওয়ান খান এবং আইইইই বাংলাদেশ শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহর উপস্থিত থাকার কথা রয়েছে।
আইইইই বাংলাদেশ সেকশন স্টুডেন্ট, ইয়ং প্রফেশনালস, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কংগ্রেস-২০১৫-তে প্লাটিনাম স্পন্সর হিসেবে সুপারস্টার গ্রুপ এবং গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড গ্রুপ।
এ ছাড়া অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মুসপানা, টরাস এনার্জি লিমিটেড, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বণিক বার্তা, এনটিভি অনলাইন, এবিসি রেডিও ও ক্যাম্পাস লাইভ টোয়েন্টিফোর ডটকম।