সেভেন রিংস সিমেন্টের কনফারেন্স অনুষ্ঠিত

সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সেভেন রিংস সিমেন্ট’-এর ‘বার্ষিক সেলস কনফারেনস’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী ওই আয়োজন।
সেভেন রিংস সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এস রায়হান আহমেদ কনফারেন্স উদ্বোধন করেন। সম্মেলনে চিফ মার্কেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানি প্রতিষ্ঠানের কাজ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। সেভেন রিং সিমেন্টের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহমেদ মুক্তাদির আরিফ, পরিচালক তাহমিনা আহমেদ, পরিচালক সাইফ রহমান, চিফ ফিনানশিয়াল অফিসার মো. কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মেলনে সারা দেশের চার শতাধিক কর্মী অংশগ্রহণ করে। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের কর্মীদের অসামান্য এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘সেরা পারফরমার’ স্বীকৃতি প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে।