গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের চার হাজার দুইশর বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ। এ বছর দুটি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে মেলায় অংশ নিয়ে আসছে প্রাণ গ্রুপ। প্রাণ-এর রপ্তানি বিভাগের প্রধান মিজানুর রহমান জানান, গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়।
মিজানুর রহমান আরো বলেন, ক্রেতাদের কাছে পণ্যের অর্ডার নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করে। মেলায় প্রাণপণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছেন বলেও তিনি জানান।
বতর্মানে প্রাণ-এর পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রপ্তানি হচ্ছে। গত বছর ১৮৪ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।