ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন এক্সপো সেপ্টেম্বরে

টেকসই, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে তিনদিনের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোনেট এক্সিবিশনের উদ্যোগে ও ইজি অটোমেশনের প্রধান পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের প্রাক-প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভুঁইয়া, জার্মান ডেভেলপমেন্ট করপোরেশনের (জিআইজেড) সিনিয়র অ্যাডভাইজার, এসইডি, দিলদার আহমেদ তৌফিক, ৩৫০ ডিগ্রি টোটাল সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ ও ইজি গ্রুপের পরিচালক হাসানুল হক খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শিল্পনীতি-২০১৫ মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য বিনিয়োগ উপযোগী সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রণোদনার নীতি গ্রহণ করা হচ্ছে। ফলে দ্রুত পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ বিকশিত হবে।
মন্ত্রী বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হতে জিডিপিতে শিল্প খাতের অবদান ৪০ শতাংশ ও শিল্প খাতে শ্রমশক্তি নিয়োগের হার ২৫ শতাংশে উন্নীত করতে হবে। এ লক্ষ্য অর্জনে দেশে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদার করতে হবে। পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠানে এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক বলেন, দেশীয় বিকাশমান শিল্প-কারখানার আধুনিকায়নে পরিবেশবান্ধব এবং টেকসই প্রযুক্তির ব্যবহার ও স্থানীয় বাজারে এর সহজপ্রাপ্যতা জরুরি। এই প্রদর্শনীর মাধ্যমে নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি, কার্বন নিরপেক্ষ পরিবেশ, দিনের আলোর ব্যবহার, বায়ু চলাচল নিয়ন্ত্রণ, বৃষ্টির পানিকে পুনর্ব্যবহার করে কীভাবে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী নির্মাণ করা যায় তা জানা যাবে।
এ ছাড়া এই সম্মেলনে ইনোভেটিভ অটোমেশন, ফায়ার সেফটি, গ্রিন বিল্ডিং, হিটিং কন্ট্রোল অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট, স্টিল স্ট্রাকচার, কংক্রিট, সিরামিক ও সিমেন্টের ব্যবহারের ওপর ভিডিও উপস্থাপন ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে দ্রুত সবুজায়ন ব্যবসানীতি গ্রহণ, কল-কারখানায় লো-কার্বণ প্রযুক্তি ব্যবহারের কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানতে পারবে বলেও জানান রাশেদুল হক।
ক্যাপশন : আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন উপলক্ষে প্রাক-প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।