কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য ইফতার

কুমিল্লা শহরের স্টেশন ক্লাবে স্টার গ্রাহকদের জন্য গতকাল মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করে গ্রামীণফোন। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ‘স্টার গ্রাহক’ হিসেবে বিশেষ সম্মাননা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। বিগত বছরগুলোর মতো তাই এবারও আয়োজন করা হয় ‘জিপি স্টার ইফতার’।
সব স্টার গ্রাহককে গ্রামীণফোনের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের এরিয়া ম্যানেজার নাফিজ আহমেদ। তিনি বলেন, ‘আপনাদের এখানে পাওয়া নিশ্চিতভাবেই আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা বিশ্বাস করি, গ্রামীণফোনের প্রতি আপনার এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব।’
নাফিজ আহমেদ আরো বলেন, ‘গ্রামীণফানের সব গ্রাহকের প্রতি আমরা যথেষ্ট আন্তরিক। এর পাশাপাশি স্টার গ্রাহকদের জন্য লাইফস্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপলায়েন্স, ফুড কোর্টে খাবার-দাবার, ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ ইফতার মাহফিলে স্টার গ্রাহকরা ছাড়াও কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ, কুমিল্লা জেলা প্রেসক্লাবের সভাপতি মাশুক আলতাফসহ অনেকে উপস্থিত ছিলেন।