এলিফ্যান্ট রোডের আল-আরাফাহ ব্যাংকে সেবা মাস শুরু
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের নিউ এলিফ্যান্ট রোড শাখার সেবা মাস উদ্বোধন করেন এনটিভির উপব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ ইউনুস। ছবি : এনটিভি
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের নিউ এলিফ্যান্ট রোড শাখার সেবা মাস শুরু হয়েছে।
আজ মঙ্গলবার থেকে ৩১ মে পর্যন্ত মাসজুড়ে দেওয়া হবে বিশেষ সেবা। সকালে ব্যাংকের নিউ এলিফ্যান্ট রোড শাখায় এই সেবা মাসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির সেবা মাস উদ্বোধন করেন এনটিভির উপব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ ইউনুস।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিজামুল চৌধুরীসহ প্রতিষ্ঠানের গণ্যমান্য গ্রাহকরা এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক