২০১৩-১৪ অর্থবছরে ৪৮৫ কোটি ডলারের সুগন্ধি চাল রফতানি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের আমলে ২০১৩-১৪ অর্থবছরে চার হাজার ৮৫ কোটি মার্কিন ডলার মূল্যের সুগন্ধি চাল বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, সরকার সুগন্ধি চাল রফতানি করে ইতালি থেকে এক হাজার ৬৫ কোটি ৬৫ লাখ ৪০ ডলার, সৌদি আরব থেকে এক হাজার ১৬ কোটি ৭৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্র থেকে ৭২ কোটি পাঁচ লাখ ৯০ হাজার ডলার আয় করেছে। এ ছাড়া মালয়েশিয়া থেকে ২৮ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার, অস্ট্রেলিয়া থেকে ২৬ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ডলার, সিঙ্গাপুর থেকে ২০ কোটি ৫৬ লাখ ১০ হাজার ডলার এবং কানাডা থেকে ১১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ডলার আয় করেছে।
শ্রীলঙ্কায় জি টু জি পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রফতানি করা হয়েছে বলে জানান মন্ত্রী।