৯ জানুয়ারি নেটফ্লিক্সে আসছে ‘পুষ্পা ২’?
আল্লু অর্জনের ‘পুষ্পা ২’ মুক্তির পর বক্স অফিসে তাণ্ডব তুলেছে। মাত্র ১৬ দিনেই ছাড়িয়ে গেছে হাজার কোটির ব্যবসা।
এরই মাঝে খবর রটেছে, ৯ জানুয়ারি নেটফ্লিক্সে আসছে ‘পুষ্পা ২’। তেলুগু এক সংবাদ মাধম্যে এমন খবর প্রকাশের পর অন্তর্জালে শুরু হয়েছে এমন, ‘পুষ্পা ২’ মুক্তির একমাস না হতেই নাকি এই সিনেমা রিলিজ হতে চলেছে ওটিটিতে। প্রযোজক চাইছেন, সিনেমা হলের সঙ্গে সঙ্গে ওটিটিতেও ব্যবসাকে এগোতে। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত।
তবে এমন খবর রটার পর; সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভিজ শুক্রবার (২০ ডিসেম্বর) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানান, ‘পুষ্পা ২-র ওটিটি মুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। মুক্তির ৫৬ দিনের আগে কোনোভাবেই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে না।’
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
বলিউডভিত্তিক গণমাধ্যম কইমই এক প্রতিবেদনে দাবি করছে, সিমেমাটির দ্বিতীয় কিস্তিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩০০ কোটি রুপি। যার ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার খাতাম নাম লিখিয়েছেন আল্লু।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এবারের কিস্তিতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা শ্রীবল্লীর চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। আর ফাহাদ ফাসিল নিচ্ছেন ৮ কোটি রুপি। আর পরিচালক সুকুমার নিচ্ছেন ১৫ কোটি রুপি।
সঙ্গীত পরিচালনার জন্য দেবী শ্রী প্রসাদকে পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। বাকী ১২ কোটি রুপি খবর হয়েছে সিনেমাটোগ্রাফারসহ বাকি কাস্ট এবং কলাকুশলীরাদের জন্য।